১৮ জুন ২০২০, বৃহস্পতিবার, ৬:৪২

নবম শ্রেণির ছাত্রী হিরামনিকে ধর্ষণ করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

লক্ষ্মীপুরে নবম শ্রেণির ছাত্রী হিরামনিকে ধর্ষণ করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৮ জুন প্রদত্ত এক বিবৃতি প্রদান করেছেন।   

বিবৃতিতে তিনি বলেন, “লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রী হিরামনিকে গত ১১ জুন পৈশাচিক কায়দায় ধর্ষণের পর হত্যা করা হয়েছে। করোনার এই দুঃসময়েও দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের ১৭ জুন প্রদত্ত এক পরিসংখ্যাণে দেখা যায় গত ৩ মাসে দেশে ৪৮০ জন নারী-শিশু সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ২৬৭ জন মহিলা ও ২১৩ জন শিশু। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছেন ৯০ জন মহিলা ও ১১৩ শিশু।

দিন দিন দেশে নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে এ সকল অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না।

লক্ষ্মীপুরে হিরামনি হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”