১৭ জুন ২০২০, বুধবার, ৭:৩৫

বিএসএফ কর্তৃক ১ জন বাংলাদেশী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ কর্তৃক নওগাঁ জেলার সাপাহার সীমান্তে ১ জন বাংলাদেশী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ জুন এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর নির্যাতনে আব্দুল বারী নামে একজন বাংলাদেশী নিহত হয়েছেন। বাংলাদেশ ও ভারত সীমান্তে মাঝে মাঝেই বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে প্রচলিত আইন তার বিচার হতে পারে। কিন্তু বিনা বিচারে কাউকে হত্যা করার কোনো সুযোগ কোনো দেশেরই নেই। ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে চুক্তি রয়েছে। কিন্তু বার বার এ চুক্তি লংঘন করে বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যার ঘটনা ঘটছেই। আমাদের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই এ ধরনের ঘটনা বার বার ঘটছে।

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”