দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমান আজ ২৩ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি লাভ করায় মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৩ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমান কারাগার থেকে মুক্তি লাভ করায় আমি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি।
বর্তমান সরকার তাকে ২০১৩ সালের ১১ এপ্রিল থেকে কারাগারে বন্দী রেখে তার ওপর চরম জুলুম করেছে। কিন্তু মহান আল্লাহ তায়ালার মেহেরবাণীতে তিনি জুলুম-নির্যাতন সহ্য করেও সরকারের কাছে নতি স্বীকার করেননি। তিনি ধৈর্যের সাথে দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
দীর্ঘ দিন কারাগারে বন্দী থাকায় তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন সে জন্য আমি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি এবং তার আশু আরোগ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।