১৮ মার্চ ২০১৭, শনিবার, ৯:১০

জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করার ঘটনায় তীব্র প্রতিবাদ

জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট

গত ১৭ মার্চ যশোর জেলার মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত আলী জামিনে মুক্তি পাওয়ার পর তাকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করা এবং জয়পুরহাট সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী মাওলানা দেওয়ান শাহ আলম, আমদই ইউনিয়ন শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, জামায়াতের কর্মী রবিউল ইসলাম ও মাসুদুল আলম ১৪ মার্চ রাতে জামিনে মুক্তি পাওয়ার পরে তাদের জেলগেট থেকে গাড়ীতে উঠিয়ে গোয়েন্দা পুলিশ অফিসে নিয়ে যাওয়ার পর গত ১৬ মার্চ তাদের গ্রেফতার দেখানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৮ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “যশোর জেলার মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত আলী এবং জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা দেওয়ান শাহ আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরের ৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার তাদের রাজনৈতিকভাবে ঘায়েল করার ষড়যন্ত্র করছে।

যশোর জেলার মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত আলীকে এবং জয়পুরহাট সদর উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ যে সব অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জামিনে মুক্তিপ্রাপ্ত জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের জেলগেট থেকে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পূনরায় তাদের গ্রেফতার দেখিয়ে সরকার আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে।

জয়পুরহাট সদর উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৪ জন নেতা-কর্মীকে পুলিশ জেলগেট থেকে তুলে নেয়ার তিনদিন পর পুলিশ তাদের নিকট থেকে পেট্রল বোমা, ককটেল এবং গান পাউডার পাওয়া যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মামলা দিয়েছে। প্রশ্ন হলো তারা জেল থেকে জামিনে বের হওয়ার সাথে সাথেই পুলিশ জেলগেট থেকে তাদের ধরে নিয়ে গিয়েছে। তাহলে তাদের হাতে বোমা, ককটেল ও গান পাউডার আসল কিভাবে? এ থেকেই বুঝা যাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ যে সব অভিযোগে মামলা করেছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। তারা সম্পূর্ণ নির্দোষ। এ ঘটনা থেকে স্পষ্ট হয়ে নিয়েছে যে, সরকার গণতন্ত্র ও আইনের শাসনে মোটেই বিশ্বাস করে না। সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

যশোর জেলার মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত আলীসহ সারা দেশে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”