২৩ মে ২০২০, শনিবার, ৫:৩৬

সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহবান

সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৩ মে প্রদত্ত বিবৃতিতে বলেন:

“সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে দেশের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চচল ও পশ্চিমাঞ্চলের ২৬ টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশী বিপর্যয় হয়েছে ১৯ টি জেলায়। মৌসুমী ফল, ফসল, মাছ ও অন্যান্য আবাদের ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার। শত শত কিলোমিটার কাঁচা-পাকা গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেংগে গেছে ব্রিজ কালভার্ট ও বেড়ি বাঁধ। ভেসে গেছে পুকুরের মাছ, ঘেরের চিংড়ি। ধসে গেছে কাঁচা-পাকা ঘর-বাড়ি। আম্ফানের আঘাতে অন্তত ২২ জন নানুষ নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরো বহু মানুষ।

আম্ফানের ছোবলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি তাদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও যথাযথ ক্ষতিপূরণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

আমরা লক্ষ্য করছি সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি আম্ফানের আঘাতের প্রেক্ষিতে যে বক্তব্য রেখেছেন তা ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘব তো করেইনি বরং আরো বাড়িয়ে দিয়েছে। তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত।

আমি আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য এবং সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য আমদের সংগঠনের সহকর্মী ও দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”