গত ১৮ নভেম্বর অনলাইন পত্রিকা বাংলাট্রিবিউনে এবং গত ১৯ নভেম্বর দৈনিক যুগান্তরের ১ম পৃষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদের নামে লিখিত একটি ইংরেজী বানোয়াট পত্রের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অনলাইন পত্রিকা বাংলাট্রিবিউনে গত ১৮ নভেম্বর ও দৈনিক যুগান্তর পত্রিকার ১ম পৃষ্ঠায় গত ১৯ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদের নামে প্রকাশিত ১৯৭১ সালের ১০ আগস্ট রেডিও পাকিস্তানের তৎকালীন পূর্বপাকিস্তানের চট্টগ্রামের রেডিও স্টেশনের কথিত ডিউটি অফিসার মোঃ ফজলুল হকের নিকট ইংরেজী ভাষায় লিখিত পত্রের সাথে জনাব মকবুল আহমাদের কোন সম্পর্ক নেই।
বাংলাট্রিবিউন এবং দৈনিক যুগান্তরে প্রকাশিত ইংরেজী পত্র ও এ পত্রে প্রদত্ত স্বাক্ষর জনাব মকবুল আহমাদের নয়। তখন জামায়াতে ইসলামীর মহকুমা বা সাবডিভিশনের প্রধানকে আমীর বলা হতো না। অথচ জনাব মকবুল আহমাদের নামে লিখিত পত্রে তাকে ফেনী মহকুমার আমীর হিসেবে উল্লেখ করা হয়েছে। এ থেকেই প্রমানিত হয় যে, এই ইংরেজী পত্রটি তিনি লিখেননি। তার সুনাম ও সুখ্যাতি ক্ষুন্ন করার হীনউদ্দেশ্যেই একটি বিশেষ মহল এ পত্রটি রচনা করে জনাব মকবুল আহমাদের নামে ছেপে দিয়েছে। এভাবে জালিয়াতির আশ্রয় নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের জনগণকে ধোকা দেয়া যাবে না।
তাই এ ধরনের জালিয়াতিপূর্ণ মিথ্যা প্রচারণা চালিয়ে জনাব মকবুল আহমাদের ভাবমর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো থেকে বিরত থাকার জন্য আমি অনলাইন পত্রিকা বাংলাট্রিবিউন ও দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”