ভারতের উত্তর প্রদেশের কানপুরে রেল দুর্ঘটনায় একশত ত্রিশ জনের অধিক যাত্রী নিহত ও দুই শতাধিক যাত্রী আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ভারতের কানপুরে রেল দুর্ঘটনায় ১৩০ জনের অধিক যাত্রী নিহত ও দুই শতাধিক যাত্রী আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
আমি আশা করি ভারত সরকার এ দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এ ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং ভারতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”