চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামকে মেয়রের দায়িত্ব গ্রহণের তিন ঘন্টার মধ্যেই পুনরায় গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামকে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের তিন ঘন্টার মধ্যেই অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে।
অধ্যক্ষ নজরুল ইসলাম একজন জনপ্রিয় নেতা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তার সেবা থেকে জনগণকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যেই সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। সরকারের জুলুম, অত্যাচার-নির্যাতন থেকে দেশের নির্বাচিত জনপ্রতিনিধিগণও রেহাই পাচ্ছেন না। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”