গত ১৪ নভেম্বর নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানো শহরে শিয়া সম্প্রদায়ের শান্তিপূর্ণ শোক মিছিলে পুলিশের হামলা ও গুলি বর্ষণে অন্ততঃ শতাধিক লোক নিহত এবং বহু লোক আহত হওয়ার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৯ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নাইজেরিয়ার কানো শহরে শিয়া সম্প্রদায়ের শান্তিপূর্ণ শোক মিছিলে পুলিশের হামলা ও গুলি বর্ষণে অন্ততঃ শতাধিক লোক নিহত এবং বহু লোক আহত হওয়ার ঘটনা অন্যায় ও অমানবিক।
নাইজেরিয়া সরকার শোক মিছিলে পুলিশ দিয়ে হামলা চালিয়ে ও গুলিবর্ষণ করে এতগুলো লোককে হত্যা এবং আহত করে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদ লংঘন করেছে। ধর্মীয় ক্ষেত্রে এ ধরনের বাড়াবাড়ি অন্যায়, অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত। ধর্মীয় কারণে হত্যা-জুলুম ও নির্যাতন বন্ধ করার জন্য আমি নাইজেরিয়া সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমি আশা করি নাইজেরিয়া সরকার কানো শহরে পুলিশের গুলিতে অন্তত: শতাধিক লোক নিহত হওয়ার নৃশংস ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবেন।
আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”