মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুলিতে অন্ততঃ ২৫ জন রোহিঙ্গা মুসলমান নিহত ও বহু লোক আহত হওয়ার নির্মম ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৪ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মায়ানমারের রাখাইন রাজ্যে অন্ততঃ ২৫ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা ও বহু লোককে আহত এবং শতশত ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়ে বসতবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। মায়ানমার সরকারের পরিচালিত এ হত্যাকান্ড গণহত্যার শামিল।
মায়ানমার সরকার দুটি হেলি কপ্টার গানশিপ থেকে নিরস্ত্র রোহিঙ্গা মুসলমানদের ওপর গুলি বর্ষণ করে তাদের নির্বিচারে হত্যা করেছে। আমরা উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে, মায়ানমারের সরকার দীর্ঘ দিন থেকেই রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যাযজ্ঞ চালিয়ে আসছে। গত প্রায় তিন যুগ আগে মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করে বাংলাদেশে আসতে বাধ্য করেছিল। তাদের আজ পর্যন্ত মায়ানমার সরকার দেশে ফিরিয়ে নেয়নি। তারা বাংলাদেশে মানবেতর জীবন যাপন করছে। সাম্প্রতিক মায়ানমার সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪শত রোহিঙ্গা মুসলমান গৃহহীন হয়ে পড়েছে। তারাও মানবেতর জীবন যাপন করছে।
মায়ানমার সরকার সে দেশের মুসলমানদের নিশ্চিহ্ন করার অমানবিক কাজে লিপ্ত। এ মানবতা বিরোধী কর্মকান্ড বন্ধ করার জন্য আমি মায়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ঘটনার ব্যাপারে মায়ানমার সরকারের ও আন্তর্জাতিক পর্যায়ের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সরকারের পরিচালিত গণহত্যা বন্ধ করে তাদের পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্য আমি জাতিসংঘ, ওআইসি এবং সকল আন্তর্জাতিক মানবতাধিকার সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”