৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ২:০৭

বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের হামলার ন্যাক্কারজনক ঘটনার নিন্দা

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পূনঃনির্বাচনের দাবীতে গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের হামলায় প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ৩১ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাম গণতান্ত্রিক জোটের মিছিলে অন্যায়ভাবে পুলিশের হামলায় প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হওয়ার ঘটনা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের উপর হামলার শামিল। আমি এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাচ্ছি।

একটি গণতান্ত্রিক দেশে মিছিল ও সভা-সমাবেশ করা প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার। জনগণের নির্বাচিত কোন গণতান্ত্রিক সরকার মানুষের এ অধিকারে বাধা দিতে পারে না। জনগণের গণতান্ত্রিক অধিকারে যে সরকার বাধা দেয় তাকে কোনভাবেই গণতান্ত্রিক সরকার বলা যায় না। বর্তমান সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হত তাহলে দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকারে বাধা দিতেন না। বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার মধ্য দিয়ে সরকারের কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসন এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে রাজনৈতিক সভা-সমাবেশ ও মিছিলে হামলা, মামলা এবং গ্রেফতার অভিযান বন্ধ করার ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”