২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ৬:৩৭

‘স্বপ্নপুরী’ পিকনিক স্পট থেকে ৪৫ জন নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জয়পুরহাট জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর জনাব ফজলুর রহমান সাইদ, জেলা সেক্রেটারি মাওঃ গোলাম কিবরিয়া, পাঁচ বিবি উপজেলা শাখা জামায়াতের আমীর জনাব মুস্তাফিজুর রহমান ও সেক্রেটারী মাওঃ সুজাউল ইসলামসহ জামায়াতের ৪৫ জন নেতা-কর্মী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ‘স্বপ্নপুরী’ পিকনিক স্পটে পিকনিক করতে গেলে সেখান থেকে পুলিশের অন্যায়ভাবে তাদের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ২০ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জয়পুরহাট জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর জনাব ফজলুর রহমান সাইদ, সেক্রেটারি মাওঃ গোলাম কিবরিয়া, পাঁচ বিবি উপজেলা শাখা জামায়াতের আমীর জনাব মুস্তাফিজুর রহমান ও সেক্রেটারী মাওঃ সুজাউল ইসলামসহ জামায়াতের ৪৫ জন নেতা-কর্মী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী পিকনিক স্পটে পিকনিক করতে গেলে সেখান থেকে পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতের ৪৫ জন নেতা-কর্মী শুধুমাত্র আনন্দ-বিনোদনের জন্যই দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ‘স্বপ্নপুরী’ পিকনিক স্পটে পিকনিক করতে গিয়ে ছিলেন। এখানে কোন রাজনৈতিক কর্মসূচি ছিলনা। শুধু মাত্র আনন্দ বিনোদনের জন্য তারা সেখানে গিয়েছিলেন। তা সত্বেও পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে হয়রানী করছে। তাদের গ্রেফতার করার কোন যৌক্তিক কারণ নেই। পুলিশের এ ধরণের দুঃখজনক আচরণ কারো কাম্য নয়।

জয়পুর জেলা শাখা জামায়াতের আমীর জনাব ফজলুর রহমান সাইদসহ গ্রেফতারকৃতদের অযথা রাজনৈতিকভাবে হয়রানী না করে অবিলম্বে তাদের সবাইকে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”