দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “বাঁশখালীতে জামায়াত নেতার নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর হামলা” শিরোনামে আজ ১১ নভেম্বর প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া পূর্ব হিন্দু পাড়ায় খালেদ আমীন নামে জামায়াতে ইসলামীর কোন নেতা বা কর্মী নেই। কাজেই বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া পূর্ব হিন্দু পাড়ায় সংখ্যালঘুদের ওপর কথিত হামলার সাথে জামায়াতে ইসলামীর কারো কোন সম্পর্ক নেই।
জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই জনকণ্ঠের রিপোর্টে উল্লেখিত খালেদ আমীনকে জামায়াতের নেতা হিসেবে অভিহিত করা হয়েছে। অথচ তার সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই।
এ ধরনের ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”