২ নভেম্বর ২০১৯, শনিবার, ৮:৫২

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারের দুঃশাসন ও ব্যাপকভাবে গ্রেফতার অভিযানের ফলে গোটা দেশটাই আজ এক বৃহৎ জেলখানায় পরিণত হয়েছে

আজ ২ নভেম্বর রংপুর মহানগরীতে জামায়াতে ইসলামীর ২জন কর্মী ও ইসলামী ছাত্রশিবিরের ৬জন কর্মী, চট্টগ্রাম মহানগরীতে ২জন এবং ঢাকা জেলা দক্ষিণ শাখার ১জন কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ২ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আজ ২ নভেম্বর রংপুর মহানগরীতে জামায়াতে ইসলামীর ২জন কর্মী ও ইসলামী ছাত্রশিবিরের ৬জন কর্মী, চট্টগ্রাম মহানগরীতে ২জন এবং ঢাকা জেলা দক্ষিণ শাখার ১জন কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারের চরম অগণতান্ত্রিক চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকার জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের উপর অত্যাচার-জুলুম, নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। অথচ সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাতে দিচ্ছে না। সরকারের দুঃশাসন ও ব্যাপকভাবে গ্রেফতার অভিযানের ফলে গোটা দেশটাই আজ এক বৃহৎ জেলখানায় পরিণত হয়েছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলগুলোর উপর জুলুম-নির্যাতন চালিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করে পাশবিক শক্তির জোরে সরকার ক্ষমতায় টিকে থাকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করে সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”