কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদকে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িয়ে যে সকল সংবাদ পরিবেশিত হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৯ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত সংস্থার নিকট ফেনীর বিভিন্ন স্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের জন্য জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে অভিযোগের যে সব খবর তৈরি করা হয়েছে বাস্তবে ঐ সব ঘটনার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই।
মহান মুক্তিযুদ্ধের সময় এবং এর পরেও জনাব মকবুল আহমাদ দীর্ঘদিন ফেনীতে অবস্থান করেন। ফেনীতে অবস্থানকালে তিনি দুটি স্বনাম ধন্য উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন। একজন পরিচ্ছন্ন চরিত্রের মানুষ হিসেবে ফেনীর সর্বস্তরের জনগণের নিকট তিনি পরিচিত। যার প্রামাণ আমীর হিসেবে শপথ নেয়ার আগে তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ উত্থাপন করেনি।
বিগত ৬ বছর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ও তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করেনি। তিনি জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হওয়ার পর তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য মহল বিশেষের পক্ষ থেকে যে সব কাহিনী রচনা করার অপচেষ্টা চালানো হচ্ছে তা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।
আমরা এ অপপ্রচার বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”