২০ অক্টোবর ২০১৯, রবিবার, ৮:৩৯

রাসূল (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে তৌহিদী জনতার সমাবেশে পুলিশের গুলিতে নিহত ও আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

গত শুক্রবার ভোলার বোরহান উদ্দিন উপজেলার বিপ্লব চন্দ্র শুভ নামের এক হিন্দু যুবক তার নিজ ফেসবুকে মহান আল্লাহ তায়ালা ও রাসূল (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার প্রতিবাদে আজ ২০ অক্টোবর বোরহান উদ্দিনে আপামর তৌহিদী জনতার ব্যানারে স্থানীয় জনগণ সমাবেশ করলে তাতে পুলিশের গুলিতে ৪ ব্যক্তি নিহত এবং দেড় শতাধিক লোক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২০ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ভোলার বোরহান উদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক হিন্দু যুবকের নিজ ফেসবুকে মহান আল্লাহ তায়ালা ও রাসূল (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে আপামর তৌহিদী জনতার আয়োজিত এক সমাবেশে পুলিশের গুলিতে ৪ ব্যক্তি নিহত এবং দেড় শতাধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনার আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই ঘটনায় বাংলাদেশের জনগণ বিক্ষুব্ধ ও মর্মাহত।

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, বর্তমান কর্তৃত্ববাদী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বাংলাদেশে প্রায়ই এ ধরনের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। অথচ সরকার মহান আল্লাহ ও রাসূল (সা.) কে অবমাননাকারী ব্যক্তিদের বিচার করার পরিবর্তে তাদের রক্ষা করার জন্য মুসলমানদেরকে পাখির মত গুলি করে হত্যা করছে এবং আহত করছে। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশের সরকারের নিকট থেকে এ ধরনের ন্যক্কারজনক গর্হিত আচরণ কেউই আশা করে না। অথচ সরকার মহান আল্লাহ ও রাসূল (সা.) কে অবমাননাকারীদের নিরাপদে রাখার জন্য তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার কারণেই ইসলামের দুশমনরা বারবার এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। এ দেশে মুসলমানরা কখনো হিন্দু বা অন্য কোন সংখ্যালঘুদের ধর্মীয় ব্যাপারে কটূক্তি করে না। অথচ একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা মুসলমানদের ধর্মীয় আবেগ-অনুভূতির উপর আঘাত দিয়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। তাদের এ ধরনের উস্কানীমূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ এবং সচেতন হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে কোন স্বার্থান্বেষী মহল যাতে সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষার স্বার্থেই এ দুঃখজনক ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে ভোলার বোরহান উদ্দিনের বিপ্লব চন্দ্র শুভসহ এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন তাদের শাহাদাত কবুল করার জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে নিহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমি দোয়া করছি যে, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।”