শাহরিয়ার কবির গত ২৩ নভেম্বর ভারতের কলিকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে “জামায়াত সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৬ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই শাহরিয়ার কবির ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন। তারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অথচ তাদের বক্তব্যের সত্যতা আজ পর্যন্ত তারা কোথাও প্রমাণ করতে পারেননি। আমি দৃঢ়তার সাথে জানাতে চাই যে, তিনি তার বক্তব্যের সত্যতা কখনও প্রমাণ করতে পারবেন না।
হিন্দুসহ সংখ্যালঘুদের উপর হামলার সাথে সরকারী দলের নেতা-কর্মীরাই জড়িত। তাদের আড়াল করার জন্যই শাহরিয়ার কবির জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো তাদের অভ্যাসে পরিণত হয়েছে। জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি শাহরিয়ার কবিরের প্রতি আহ্বান জানাচ্ছি।”