দৈনিক প্রথম আলো পত্রিকার তৃতীয় পৃষ্ঠায় “জামায়াতের নেতৃত্বে বড় ওলটপালট হচ্ছে” শিরোনামে আজ ১ ডিসেম্বর প্রকাশিত বিভ্রান্তিকর রিপোর্টের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পরামর্শক্রমেই সংগঠনের নেতৃবৃন্দকে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে বসিয়েছেন। দলের গঠনতন্ত্র লংঘনের প্রশ্নই আসেনা। কাউকে অবনমনের প্রশ্ন অবান্তর। কাজেই এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন অবকাশ নেই।
জামায়াতের মধ্যে অসন্তোষ বা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টির যে কথা লেখা হয়েছে তা আদৌ সত্য নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে কারো পদের প্রতি কোন লোভ বা লালসা নেই। সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য দায়িত্ব পালন করেন। এ ব্যাপারটি প্রথম আলোর রিপোর্টে কিছুটা বিভ্রান্তিকর দৃষ্টিতে দেখার চেষ্টা করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি আদৌ কাম্য নয়। জামায়াতের সাংগঠনিক কার্যক্রম বরাবরই স্বচ্ছ।
কাজেই জামায়াতের সাংগঠনিক কার্যক্রম নিয়ে এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক প্রথম আলো পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”