১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ১০:৫২

৫জন মহিলা কর্মী ও ৩জন পুরুষ কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

টাংগাইল জেলার কালিহাতি উপজেলা শাখা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারী আইনুন্নাহারসহ ৫জন মহিলা কর্মী ও ৩জন পুরুষ কর্মীকে তার বাসা থেকে আজ ১৫ সেপ্টেম্বর সকালে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার এবং তার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ ১৫ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “টাংগাইল জেলার কালিহাতি উপজেলা শাখা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারী আইনুন্নাহারসহ ৫জন মহিলা কর্মী ও ৩জন পুরুষ কর্মীকে তার বাসা থেকে আজ ১৫ সেপ্টেম্বর সকালে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার ও তার বাসা থেকে স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের এ ধরনের গর্হিত আচরণে আমরা বিস্মিত ও মর্মাহত।

বিনা কারণেই পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যদি মানুষের বাড়ীতে হানা দিয়ে অন্যায়ভাবে নিরাপরাধ নারী-পুরুষকে গ্রেফতার করে এবং লুটতরাজ চালায় তাহলে মানুষ নিরাপত্তার জন্য কোথায় যাবে? কার কাছে নিরাপত্তা চাইবে? রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং লুটতরাজ চালিয়েছে।

অবিলম্বে এ ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে লুটতরাজে জড়িত পুলিশদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং কালিহাতি উপজেলা শাখা মহিলা বিভাগের সেক্রেটারী আইনুন্নাহারসহ গ্রেফতারকৃত সকলকে মুক্তি প্রদান ও লুটতরাজ করে নিয়ে যাওয়া নগদ টাকা স্বণালংকারসহ মালামাল সংশ্লিষ্ট মালিককে ফেরত দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”