গত ২৭ নভেম্বর দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ সরকারীকরণের দাবিতে আন্দোলনের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপে ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আযাদ ও পথচারী ছফর আলী নিহত এবং শতাধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২৮ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপে সহকারী অধ্যাপক আবুল কালাম আযাদ এবং নিরীহ পথচারী ছফর আলী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই।পুলিশের এ আচরণে আমরা গভীরভাবে মর্মাহত। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমি পুলিশের হামলায় নিহত সহকারী অধ্যাপক আবুল কালাম আযাদ ও পথচারী ছফর আলীর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি যে, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন। সেই সাথে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও দ্রুত আরোগ্য কামনা করছি।”