৩০ আগস্ট ২০১৯, শুক্রবার, ৭:০৬

চট্টগ্রাম মহানগরী আমীরসহ ১১ জন নেতা ও ১ জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী শাখা জামায়াতের আমীর জনাব মুহাম্মাদ শাহজাহান এবং সেক্রেটারি জনাব নজরুল ইসলামসহ ১১ জন নেতা ও ১ জন কর্মীকে গত ২৯ আগস্ট রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম আজ ৩০ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পুলিশ রাজনৈতিকভাবে হয়রানি করার অসৎ উদ্দেশ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী শাখা জামায়াতের আমীর জনাব মুহাম্মাদ শাহজাহান এবং সেক্রেটারি জনাব নজরুল ইসলামসহ ১১ জন নেতা ও ১ জন কর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিনা কারণেই পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট। তাদেরকে মিথ্যা মামলায় জড়ানোর হীন উদ্দেশ্যেই পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যা কল্প-কাহিনী প্রচার করছে। এ ধরনের কল্প কাহিনী প্রচার করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না।

তাই জনাব মুহাম্মাদ শাহজাহান ও জনাব নজরুল ইসলামসহ জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”