৯ জুলাই ২০১৮, সোমবার, ৫:০০

ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান

বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি আজ ৯ জুলাই সকাল ৯টা থেকে গুলিস্থানের মহানগরী নাট্যমঞ্চ প্রাঙ্গণে যে প্রতীকী অনশন কর্মসূচী পালন করছে তার প্রতি একাত্মতা প্রকাশ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আজ ৯ জুলাই সকালে মহানগরী নাট্যমঞ্চ প্রাঙ্গণে গিয়েছিলেন। সেখানে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বিএনপির প্রতীকী অনশন কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখেছে। তিনি অমানবিক জীবন-যাপন করছেন। তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ফিরিয়ে আনার জন্য আন্দোলনের কোন বিকল্প নেই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য নিরপেক্ষ নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ প্রশাসন দরকার। এ জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় অধ্যাপক মুজিবুর রহমানের সাথে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া ও জনাব মুবারক হোসাইন এবং শ্রমিক নেতা লস্কর মুহাম্মাদ তসলিম।