২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

ঝিনাইদহ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

জুলাই জাতীয় সনদের স্বীকৃতি নিয়ে টালবাহানা জাতি বরদাশত করবে না

-মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, “গত ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হওয়ায় আমরা তা স্বাগত জানিয়েছি। কিন্তু এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ এখনো জারি করা হয়নি, যা জনমনে প্রশ্নের সৃষ্টি করছে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে কোনো গড়িমসি বা টালবাহানা জাতি কোনোভাবেই বরদাশত করবে না।”

তিনি আরও বলেন, দেশের ছাত্র-জনতা ‘জুলাই আন্দোলনে’ বাক-স্বাধীনতা, স্বাধীন মতপ্রকাশ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ত্যাগ স্বীকার করেছে, প্রাণ দিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও জনআকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সক্রিয়। এদের কারণেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। প্রশাসন স্থবির হয়ে পড়েছে এবং মানুষ এখনো জিম্মি অবস্থায় রয়েছে। এ অবস্থার দ্রুত অবসান হওয়া উচিত এবং ফ্যাসিবাদের দোসর ১৪ দল ও জাতীয় পার্টির সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা কালবিলম্ব না করে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রয়োজনীয় আদেশ জারি করুন এবং আগামী নভেম্বর মাসের মধ্যেই এ বিষয়ে গণভোট দিন। গণভোটে অনুমোদিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করুন।

তিনি আরও বলেন, গণতন্ত্রে উত্তরণের পথে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে এমন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে, যা দেশ-বিদেশে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করবে এবং ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হবে।

২১ অক্টোবর (মঙ্গলবার) সকালে ঝিনাইদহ শহরের আল-হেরা স্কুল মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলী আজম মো. আবুবকর।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের শূরা সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসিন, ড. আলমগীর বিশ্বাস, ঝিনাইদহ জেলা নায়েবে আমির আব্দুল আলীম, শৈলকুপা উপজেলা আমির ও ঝিনাইদহ-১ আসনের এমপি পদপ্রার্থী এস. এম. মতিউর রহমান, প্রফেসর মতিয়ার রহমান (ঝিনাইদহ-৩), মাওলানা আবু তালেব (ঝিনাইদহ-৪), জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহমেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আমির ড. হাবিবুর রহমান, শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদসহ জেলার বিভিন্ন উপজেলা ও শহর জামায়াতের রুকনগণ।

শেষে দেশের কল্যাণ, জাতির ঐক্য ও ইসলামী আন্দোলনের সাফল্য কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।