৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

বিচারপতি আবদুর রউফ-এর প্রথম জানাযা অনুষ্ঠিত

৯ ফেব্রুয়ারি বাদ আসর রাজধানী ঢাকার মহাখালীস্থ গাউসুল আজম জামে মসজিদে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মরহুম আবদুর রউফ-এর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি, সাবেক এমপি মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং দেশের বিশিষ্ট আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিপুল সংখ্যক মুসল্লী শরীক হন।