২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

আল-কোরআনের আলোয় আবার আলোকিত হবে বীর চট্টলা

ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে স্বেচ্ছাসেবক সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু এখন আল্লাহর কোরআন জেগে উঠেছে ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ইসলামের পরিপূর্ণ বিজয়ের মাধ্যমে আমরা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি) সহ এই জমিনে অসংখ্য শহীদের বদলা নিব, ইনশা আল্লাহ। কারণ এই জমিনে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। এই ময়দানে সুষ্ঠুভাবে আমরা তাদের গায়েবানা জানাজাও পড়তে পারিনি। আল্লাহ তায়ালা অত্যন্ত মেহেরবানী করে সেই প্যারেড ময়দানে ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ৫ দিন ব্যাপী আল্লাহর কোরআনের তাফসীর চলবে। এখানে যারা তাফসীর শোনার জন্য আসেন এই মাহফিলের মাধ্যমে প্রত্যেকে কোরআন প্রেমিক হবেন এবং ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হবেন। আল-কোরআনের আলোয় আবার আলোকিত হবে বীর চট্টলা।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে স্বেচ্ছাসেবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারির অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক অধ্যক্ষ মুহাম্মদ তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর জামায়াতের নায়েবে আমীর ও সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, নগর জামায়াতে এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সমাজ কল্যাণ পরিষদের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম রনি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, সমাজ কল্যাণ পরিষদের সহকারি সেক্রেটারি শফিউল আলম ছোবাহানী, সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সেলিমুল্লাহ জ্জামান, কোতোয়ালি থানা জামায়াতের আমীর আমির হোছাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী প্রমুখ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, কোরআন বিরোধী শক্তি তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণতাদান করে ছাড়বেন। তিনি বলেন, আল্লাহ তায়ালা আবারো এই প্যারেড ময়দানে ৫ দিন ব্যাপী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল করার তৌফিক দিয়েছেন। এই মাহফিল বিশ্ব ইজতেমাতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। এটাই আল্লাহর কাছে দোয়া করি। তিনি মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করার জন্য স্বেচ্ছাসেবকসহ চট্টলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জনান।

সম্মেলনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্যারেড ময়দানে আবারো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মাহফিল সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য সকলের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।