১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৩৬

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ছাত্র-জনতার অর্জিত বিপ্লবকে ব্যর্থ করে দেয়ার যে কোন ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দেবে

-মাওলানা এটি এম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, “গোটা বাংলাদেশকে বিগত স্বৈর শাসক একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিলো। মহান আল্লাহ ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার বিদায় করে সেই অন্ধকার কূপ থেকে উদ্ধার করেছেন। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লব ব্যর্থ করে দেয়ার যে কোন ষড়যন্ত্র দেশের জনগনকে সাথে নিয়ে জামায়াত রুখে দেবে, ইনশাআল্লাহ।”

তিনি আজ ১৩ সেপ্টেম্বর জুমাবার নারায়ণগঞ্জ মহানগরী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আব্দুল জব্বার এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমাদ। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার, ঢাকা জেলা দক্ষিণ আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, নরিসিংদী জেলা আমীর মাওলানা মোসলেহ উদ্দিন , ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম প্রমূখ।

মাওলানা এটি এম মা’ছুম বলেন, “বিগত দিনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম, ইসলামী আন্দোলন এবং মুসলিম জাতি স্বত্বা। বর্তমান সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্দলয়ী নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি।”

তিনি আওয়ামীলীগের ইসলাম বিদ্বেষের কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন, “আওয়ামী লীগের জন্মটাই হয়েছে ইসলাম বিদ্বেষের উপর। তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেটাই গত ১৫ বছর তাদের কর্মকান্ডের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছে। তারা জামায়াতের নেতাকর্মীদের সাথে এমন আচারণ করেছে যেই আচারণ পশুও পশুর সাথে করতে পারেনা। তারা আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে জুডিশিয়াল কিংলিং করেছে। এদেশের মানুষের কাছে তাদের অপকর্ম অত্যন্ত পরিস্কার।”

তিনি বলেন, “৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের ঝড়ে আওয়ামী অপশক্তিকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশ শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরাও আছে। তারা আলাদা কোন নাগরিক নয় বরং তারাও বাংলাদেশের নাগরিক। আমরা তাদেরকে সমান অধিকার দিয়ে সম্মলিতভাবে মিলেমিশে এদেশে বসবাস করতে চাই। আমরা কারো দাদাগিরিকে মেনে নিবো না। কারো পরিকল্পনা আমরা এখানে বাস্তবায়ন হতে দিবো না।”