২৪ আগস্ট ২০২৪, শনিবার

মুক্তাগাছা ও ফুলবাড়িয়ায় শহীদ পরিবারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাত

২৪ আগস্ট শনিবার বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদ সাবিত হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। তিনি শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। তিনি শহীদের কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ কামাল হাসান মিলন, জেলা সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক আকন্দ, জেলা সহকারি সেক্রেটারি মোঃ মাহবুবুর রশিদ ফরাজী, মুক্তাগাছা উপজেলা আমীর অধ্যাপক মোঃ শামছুল হক, সেক্রেটারি মাওঃ আব্দুল্লাহ মোঃ মোজাহিদ প্রমুখ নেতৃবৃন্দ।

ফুলবাড়িয়া উপজেলার শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

ফুলবাড়িয়া উপজেলার ডাকবাংলায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে চার শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোঃ কামাল হাসান মিলন, জেলা সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক আকন্দ, জেলা সহকারি সেক্রেটারি মোঃ মাহবুবুর রশিদ ফরাজী, ফুলবাড়িয়া উপজেলা আমির মাওলানা ফজলুল হক শামীম, নায়েবে আমির মোঃ গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ মোঃ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।