২০ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দুর্বৃত্তের হামলার শিকার রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি পরিদর্শন করতে যান।
এ সময় উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। তিনি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থতি ছিলেন। তিনি এ ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং এ ঘটনার নিন্দা জ্ঞাপন করেন। সম্প্রতি গণ-আন্দোলনের পর একটি সুবিধাবাদী মহল দেশকে অস্থিতিশীল এবং গণ-আন্দোলনেরর সফলতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের কাপুরুষোচিত হামলা করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান।