বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইসলাম মানবতার ধর্ম। মানুষের কল্যাণের জন্যই আল্লাহ তা’য়ালা ইসলামী জীবন বিধান নাযিল করেছেন। ইসলামই শান্তি মুক্তির নিশ্চয়তা দেয়। বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেয়। কল্যাণে ভূমিকা রাখতে বলে। জামায়াতে ইসলামী কুরআনের আলোকে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আর তাই জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
নরসিংদীর মনোহরদীর দৌলতপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ৯১ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোছলেহুদ্দীন, সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন ,সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, মকবুল হোসেন এবং জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জনগণের পাশে সবসময় জামায়াতে ইসলামী আছে, তাদের সাহায্য সহযোগিতায় থাকবো ইনশাআল্লাহ। যতদিন না ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ততদিন মানুষের মুক্তি মিলবে না। প্রকৃত মুক্তির স্বাদ পেতে হলে ইসলামের আলোকে একটি সমাজ প্রতিষ্ঠায় সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে। দেশের মানুষের দুঃখ দুর্দশায় এগিয়ে আসতে হবে। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সোচ্চার থাকতে হবে ।” তিনি সমাজের বিত্তবানদের এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।