বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, "জেল-জুলমে ইসলামী আন্দোলনের কর্মীরা ভয় পায় না। কারণ ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছে।"
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি জুমা'বার বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মোঃ আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "বাতিলের গালিতে মন খারাপ করলে চলবে না, বাতিলেরা গালি দিবেই, আমরা ইসলামী আন্দোলনের কাজ করে যাবো।"
তিনি বলেন, "আমাদের মালের কুরবানি বেশি বেশি করতে হবে। নিজে বেশি করে মালের কুরবানী করতে হবে এবং অপরকে উদ্বুদ্ধ করতে হবে।"
তিনি আরও বলেন, "ইসলামী আন্দোলনের কর্মীদের ওয়াদা পালন ও আমানতদারিতে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যাতে করে সমাজের মানুষ আমাদের উপর আস্থা পায়। নিজেকে সমাজের রোল মডেল হিসেবে উপস্থাপিত করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের কুরআন ও হাদিসের আলোকে পরিপূর্ণভাবে নিজের জীবন পরিচালনা করতে হবে।"
বিশেষ অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, "ইসলামী আন্দোলনের কর্মীদের সার্বক্ষণিক মহান আল্লাহ তায়া'লাকে ভয় করে চলতে হবে। আল্লাহকে ভয় করলেই কেয়ামতের ভয় চলে আসবে। আর তখনই কোন মানুষ অন্যায় কাজ করতে পারবে না। বিপদ আপদ মুসিবতে সব সময় আল্লাহর স্মরণে ধৈর্য্য ধারণ করতে হবে।"
তিনি আরও বলেন, "সমাজে নামাজ কায়েম করতে ভালো ভালো কাজ করতে হবে। কারণ, ভাল কাজ মন্দ কাজগুলোকে দূর করে দেয়। ভালো কাজগুলোর পুরস্কার হিসেবে আল্লাহ তায়া'লা সকলকে জান্নাতে শামিল করবেন। আল্লাহ তায়া'লার নির্দেশিত কাজ থেকে দূরে থাকলে তার জন্য জাহান্নাম অবধারিত। ইসলামী আন্দোলনের কর্মীদের মনের মধ্যে কোন সংকীর্ণতা রাখা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনের দিন প্রতিষ্ঠায় নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করবে না।"
বিশেষ অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, "পাবনার ময়দান ইসলামী আন্দোলনের জন্য উর্বর। পাবনার মাটিতে শুয়ে আছেন ইসলামী আন্দোলনের দুই পথিকৃৎ সাবেক আমিরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান। এ দুই নেতাকে বাংলাদেশের মানুষ প্রেরণার উৎস মনে করেন। তিনি বলেন, "তাদের রেখে যাওয়া কাজ আমাদের আন্তরিকতার সাথে এগিয়ে নিলেই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।"
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, পাবনা পৌরসভা জামায়াতের আমির, অধ্যাপক রাকিব উদ্দিন পাবনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব প্রমুখ। রুকন সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন, পাবনা সদর উপজেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল।