১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ১১:০৭

বাঁশখালী উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ভোটারবিহীন অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকার কোনদিন স্থায়ী হতে পারে না

-মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে জনগণকে হুমকির দিকে ঠেলে দিয়েছে। জনগণের ভাতের অধিকার কেড়ে নিয়েছেন। দ্রব্যমূল্যের উর্ধ্বমুখী আজ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে।”

১৬ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী উপজেলা জামায়াতের আয়োজনে বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছাড়ার আহবান জানাচ্ছি। নির্বাচনের নামে প্রহসন করে ডামি নির্বাচনের মাধ্যমে নতুন তামাশা দেখিয়েছে। জনগণ এ ডামি নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ভোটারবিহীন অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকার কোনদিন স্থায়ী হতে পারে না। আগামী দিনে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতের রুকনদের সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মহান স্বপ্ন নিয়ে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা এই কাজে একদিন সফল হবো, ইনশাআল্লাহ।”