১৩ জানুয়ারি ২০২৪, শনিবার, ৬:৪১

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও কল্যাণময় রাষ্ট্র গড়ে তুলতে চায়। তবে কোনো সশস্ত্র সংগ্রাম বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নয়। বরং সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও নিয়মতান্ত্রিকভাবে। জামায়াত জনসেবামূলক কার্যক্রম ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে জনমত গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সফলতা আনতে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই এই কাজ আঞ্জাম দেয়া সম্ভব। জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে প্রকৃত মোমিন মুসলমান তথা আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ তায়ালা দুনিয়াতে কুরআন পাঠিয়েছেন বুঝে পড়ার জন‍্য এবং তা বাস্তব জীবনে অনুসরণ করতে হবে, সাপ্তাহিক বৈঠক ও অন্যান্য কর্মসূচিতে যোগ দেয়া, দাওয়াতি কাজ করা, বেশি বেশি দান-সদকা এবং সমাজসেবার কাজে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করে জাতিকে নেতৃত্ব দিতে হবে। তিনি আরো বলেন আমাদের জীবন সংক্ষিপ্ত পরকালে জান্নাতের জন্য আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে, নিজেকে গঠন করার পাশাপাশি পরিবার ও আত্মীয় স্বজনকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে।

ভারপ্রাপ্ত আমির অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

১৩ জানুয়ারী২০২৪,শনিবার চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমীর অধ‍্যাপক নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জনাব আলাউদ্দীন সিকদারের সঞ্চালনায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগর আমীর জনাব মাওলানা মোহাম্মদ শাহাজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।

আরোও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ নুরুল আমিন, সাবেক উত্তর জেলা আমীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি জনাব আনোয়ার ছিদ্দিক চৌধুরী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইউছুফ বিন আবু বক্কর প্রমুখ।