বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ঝঞ্ঝা-বিক্ষুব্ধ এই পৃথিবীকে বাসযোগ্য করতে হলে, দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি পেতে হলে, সমস্যার সমাধান পেতে হলে, জীবনকে অর্থপূর্ণ করতে হলে আমাদেরকে অবশ্যই কুরআনের পথে আসতে হবে। মানবজীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই, যা পবিত্র কুরআন আলোচিত হয়নি। সব সমস্যার সমাধান একমাত্র আল-কুরআনেই নিহিত রয়েছে। নিয়মিত কুরআন-হাদীস চর্চার মাধ্যমে ব্যক্তি ও পরিবারকে ইসলামের আলোকে গড়ে তুলতে হবে। একমাত্র আল্লাহর দাসত্ব ও রাসূল সাঃ প্রদর্শিত পথেই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি সম্ভব, একথা মনে-প্রাণে বিশ্বাস করে সে অনুযায়ী নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে হবে।
১৫ ডিসেম্বর শুক্রবার যশোর শহর শাখা জামায়াত কর্তৃক ভার্চুয়াল প্লাটফর্ম-এ আয়োজিত জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল-এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস-এর সঞ্চালনায় যশোর জেলার থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন। অন্যান্যের মধ্যে নায়েবে আমীর জনাব বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি জনাব শামসুজ্জামান ও অধ্যাপক শাহাবুদ্দিন এবং থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ যুক্ত ছিলেন।
বিশেষ অতিথি জনাব মোবারক হোসাইন বলেন, সংগঠন সম্প্রসারণে দাওয়াতি কাজের কোনো বিকল্প নেই। সংগঠনকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে হলে দ্বীনকে একমাত্র জীবনোদ্দেশ্য বানাতে হবে। ইসলামী আন্দোলনের জন্য পাগলপারা হয়ে কাজ করে যেতে হবে। আজকের জামায়াতে ইসলামী হঠাৎ করে এ পর্যায়ে আসেনি। আল্লাহর মেহেরবাণীতে এবং একদল জানবাজ লোকের ত্যাগ-কুরবানির বিনিময়ে জামায়াতে ইসলামী আজ এ পর্যায়ে এসেছে। সংগঠনকে মজবুত ও দ্বীনকে বিজয়ী করার জন্য আমাদেরকে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে তা যথাসময়ে এবং যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। কথা ও কাজের মিল থাকতে হবে। প্রাক্টিসের মাধ্যমে ইসলামের দাওয়াত জনগণের সামনে উপস্থাপন করতে হবে।