বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, বর্তমান সরকার শিক্ষা কারিকুলামে বস্তুগত পাঠদান করে জাতীয় চরিত্র ধ্বংসের ব্যবস্থা করেছে। ধর্মবিমুখ ও বস্তুবাদী শিক্ষার মাধ্যমে জাতীয় ও ধর্মীয় মূল্যবোধের শিকড় মূলোৎপাটনের পদ্ধতি গ্রহণ করেছে। জাতিসত্তা ও ধর্মবিরোধী এ ধরনের গর্হিত পদক্ষেপের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে ও শিক্ষা বিধ্বংসী কার্যকলাপ থেকে বিরত থাকতে সরকারকে বাধ্য করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাবিদ, আলেম-ওলামা ও ছাত্র-ছাত্রীসহ সচেতন দেশবাসীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
৯ ডিসেম্বর শনিবার কিশোরগঞ্জ জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটরি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড: ছামিউল হক ফারুকী। দারসুল কুরআন পেশ করেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক।
প্রধান অতিথি আরও বলেন, মানুষের অধিকার আদায়ের চলমান আন্দোলনকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে হবে। সরকারের নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত হওয়া যাবে না। সংগঠনের নির্দেশ যথাযথভাবে মেনে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে। জামায়াতের কর্মীরা মৃত্যুকে পরওয়া করে না। ফাঁসির মঞ্চ আমাদের শীর্ষ দায়িত্বশীলদের কাউকে টলাতে পারেনি। লক্ষাধিক নেতাকর্মীর কারাবরণ, শতশত কর্মীর জীবনদান, অনেক গুম-খুনের পরেও জামায়াতের কার্যক্রম অব্যাহত রয়েছে।