সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতের নেতাকর্মীদেরকে সকল প্রকার চাপ উপেক্ষা করে চলমান আন্দোলন-সংগ্রামে জোরদার ভূমিকা পালন করতে হবে। অতীতে জামায়াতকে চাপ প্রয়োগ, ভয়-ভীতি ও মামলা-হামলা করে স্তব্ধ করা যায়নি, ভবিষ্যতেও করা যাবে না ইনশাআল্লাহ। জামায়াতের অতীত ইতিহাস সংক্ষেপে তুলে ধরে মাওলানা আবদুল হালিম আরও বলেন, অতীতেও জামায়াতকে কয়েকবার বেআইনি ঘোষণা করা হয়েছিল। জামায়াত সেইসব বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনেও জামায়াতের অতীত ভূমিকা দেশবাসীর কাছে স্পষ্ট।
তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে আমাদের ১১ জন শীর্ষ নেতাসহ বহু নেতাকর্মীর জীবনদান, লক্ষাধিক নেতাকর্মীর কারাবরণ, আমীরে জামায়াতসহ অসংখ্য নেতাকর্মী বর্তমানে কারারুদ্ধ থাকার পরও জামায়াতের তৎপরতা ব্যাহত হয়নি। জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করা হলেও জামায়াত আইনি ও রাজনৈতিকভাবে নিবন্ধন ফিরে পেতে সংগ্রাম চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।
২৮ নভেম্বর, মঙ্গলবার, সকাল ৭টায় পঞ্চগড় জেলা আয়োজিত কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে জেলার সকল সদস্যকে (রুকন) নিয়ে ভার্চুয়াল প্লাটফর্ম-এ বিশেষ সদস্য (রুকন) সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, এই মুহূর্তে আমাদের কাজ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করা, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার কায়েম করা।
জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুনিরুল ইসলামের অর্থসহ কুরআন তিলাওয়াত, জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের উদ্বোধনী বক্তব্য এবং জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় এ সম্মেলনে বক্তব্য প্রদান করেন জেলা নায়েবে আমীর মাওলানা মফিজউদ্দিন।