জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের চলমান আন্দোলন-সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানী স্বীকার করতে হবে। কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করতে হবে। ২০১৪ ও ২০১৮ সালের মত ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করার লক্ষ্যে সরকার অপকৌশলে মেতে উঠেছে। জুলুমবাজ সরকার পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে এবং গ্রেফতার ও দমন-পীড়ন অব্যাহত রেখে নানা কৌশলে আন্দোলনের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে চায়। দেশের জনগণ ২০১৪ সালের মত ভোটারবিহীন নির্বাচন ও ২০১৮ সালের মত নিশি রাতের নির্বাচন আর দেখতে চায় না। সরকারের অপশাসন, দুর্নীতি, লুটপাট ও দলীয়করণের বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ ও সোচ্চার হয়ে উঠেছে। তিনি জালেম সরকারের জুলুম-অত্যাচার ও সব বাধা-বিপত্তি উপেক্ষা করে চলমান গণআন্দোলন সফল করার জন্য দেশের আপামর জনতার প্রতি আহ্বান জানান।
১৮ অক্টোবর বুধবার সকালে বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর ও টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আবদুল হক সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু-এর সঞ্চালনায় উপজেলা শূরা সদস্যদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল হাকিম সরকার ও মাওঃ মমতাজ উদ্দিন, কাহালু-নন্দীগ্রাম আসনের নমিনি অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, বগুড়া শিবগঞ্জ আসনের নমিনী সাবেক এমপি অধ্যক্ষ মাওঃ শাহাদাতুজ্জামান, অধ্যাপক মতিউর রহমান, হাফেজ আব্দুন নূর, মাওঃ আব্দুল মমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মণ্ডল প্রমুখ।