১৮ আগস্ট ২০২৩, শুক্রবার, ১২:৪৬

সুষ্ঠু নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই

-অধ্যাপক মুজিবুর রহমান

মাত্র কয়েক মাস পরেই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ১৫ বছরে আওয়ামীলীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকারের শাসনামলে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমান সরকার তাদের কর্মকাণ্ডের দ্বারা প্রমাণ করেছে যে, দলীয় সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই অবাধ, সুষ্ঠু, নিরপক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

১৮ আগস্ট শুক্রবার ভোর ৫:৪৫ টায় জামায়াতে ইসলামী যশোর জেলা পশ্চিম শাখার উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন ও কেন্দ্রীয় নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, কারা নির্যাতিত মজলুম জননেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর রূহের মাগফেরাত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, বিশ্ববাসী প্রত্যক্ষ করল, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মত একজন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন, প্রখ্যাত আলেমে দ্বীন ও দুইবারের নির্বাচিত এমপি মারাত্মক কার্ডিয়াক এ্যাটাকের পরও তাঁর চিকিৎসার ব্যাপারে চরম অবহেলা করা হয়েছে। তাঁকে দ্রুত চিকিৎসা সেবা না দিয়ে কালক্ষেপণ করা হয়েছে। কোনো মেডিক্যাল বোর্ড গঠন করা হয়নি। দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়নি। দেশবাসীর দাবি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনানুগ শাস্তি দেওয়া হোক।

তিনি বলেন, আরও বেদনাদায়ক ব্যাপার হলো বর্তমান জালেম সরকার ঢাকায় তাঁর জানাযার অনুষ্ঠান তো দূরের কথা গায়েবানা জানাযা পর্যন্ত করতে দেয়নি। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে তাঁর গায়েবানা জানাযায় বাধা দেয়া হয়েছে। কয়েক শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি স্বৈরাচারী জালেম সরকারের এইসব অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, মানবতার কল্যাণ ও আখেরাতে মুক্তির জন্য জামায়াতের জনশক্তিকে ময়দানে কাজ করতে হবে। ঈমানের দাবী পূরণ ও আখেরাতে নাজাতের জন্য নিজেদের নৈতিক মান বৃদ্ধি করতে হবে। দাওয়াতী কাজ ও গণসংযোগের মাধ্যামে সংগঠন সম্প্রসারণ ও জনমত গঠন করে চলমান আন্দোলন-সংগ্রামে রাজপথে মুখ্য ভূমিকা পালন করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামীতে একদফার আন্দোলনে জানমাল বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন বিভাগীয় সেক্রেটার অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, সরকার ভোট কেন্দ্র বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সর্বশক্তি নিয়োগ করে নির্বাচনের কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন তাযকিয়াতুন নাফস-এর উপর আলোচনা পেশ করেন। বিশেষ অতিথি হিসেবে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।