১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:২৩

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাযা সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ-এর লাশ আজ ১৫ আগস্ট বাদ ফজর পুলিশি প্রহরায় পিজি হাসপাতাল থেকে পিরোজপুরের উদ্দেশে লাশবাহী এ্যাম্বুলেন্স করে রওয়ানা হয়। তাঁর লাশ সকাল ১০টার দিকে পিরোজপুর পৌঁছে। তাঁর নামাজে জানাযা বেলা ১টা ১০ মিনিটে তাঁর প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এতে ইমামতি করেন।

জানাযায় সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ আবদুর রব ও অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আবদুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর জনাব আবদুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মুহাম্মাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আযাদ ও ড. মাওলানা খলিলুর রহমান মাদানি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী জামায়াতের আমীর জনাব জহির উদ্দিন মোঃ বাবর, পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন, পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক শাহ আলম, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ, বরিশাল জেলা আমীর মাওলানা আবদুল জব্বার, ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমীর মাওলানা ইমরান হোসাইন, সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার, যশোর শহর আমীর জনাব গোলাম রসূল, যশোর পূর্বের আমীর মাস্টার নূরুন্নবী, যশোর পশ্চিমের আমীর মাওলানা হাবিবুর রহমান, ফরিদপুর জেলা আমীর জনাব বদর উদ্দিন, মাদারীপুর জেলা আমীর জনাব আবদুস সুবহান, রাজবাড়ি জেলা আমীর এড. নূরুল ইসলাম, মাগুরা জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, নড়াইল জেলা আমীর জনাব আতাউর রহমান বাচ্চু, কুমিল্লা উত্তর জেলা আমীর আবদুল মতিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মুঞ্জুরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বহু নেতাকর্মী শরীক হন।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাযায় আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশাসহ লক্ষ লক্ষ সাধারণ মানুষ শরীক হন। বৈরি আবহাওয়া সত্ত্বেও তাঁকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে। তারা অশ্রুসিক্ত নয়নে তাদের প্রিয় রাহবারকে বিদায় জানান। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

মরহুমের দ্বিতীয় পুত্র শামীম বিন সাঈদীর ইমামতিতে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় এবং গায়েবানা জানাযা অব্যাহত আছে। জানাযা শেষে তাঁকে নিজের প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনের বায়তুল হামদ জামে মসজিদের পাশে দাফন করা হয়। এখানেই তাঁর ছোট ভাই হুমায়ুন কবীর সাঈদী এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র মাওলানা রাফিক বিন সাঈদীর কবর রয়েছে।