৯ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৯:৫৮

শোষক-জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করা হলো আশুরার মূল শিক্ষা

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহনগরীর উদ্যোগে ১০ মহররম উপলক্ষ্যে আশুরার শিক্ষা ও তাৎপর্য বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলীর সভাপতিত্বে ও মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ও বাংলাদেশ মসজিদ মিশন এর সেক্রেটারি জেনারেল মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, আলোচনা করেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগরীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ১০ই মহররম ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। রাসুলুল্লাহ (ﷺ) এই দিনসহ মুসলমানদের দুইটি রোজা রাখার তাগিদ দিয়েছেন। তিনি ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের আশুরার শিক্ষাকে কাজে লাগিয়ে ভূমিকা পালন করতে আহবান জানান।

অধ্যাপক মুজিব বলেন, শোষক-জালিম সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করা হলো আশুররার মূূল শিক্ষা। তিনি আরো বলেন, বিশ্বের মুসলমানরা আজ ১০ মহররমের শিক্ষা ভুলে গিয়ে নানান শিরক ও বিদায়াতে লিপ্ত। ইসলামের প্রকৃত কার্যক্রমের মধ্যে যা পড়ে না, তা নিয়ে একটি মহল ব্যস্ত। আমাদের সত্যিকারের আশুরার শিক্ষাকে জীবনে কাজে লাগাতে হবে।