১৮ জুন ২০২২, শনিবার, ১০:২৪

খুলনা অঞ্চলের উদ্যোগে জেলা/মহানগরী কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

সরকার দেশকে সার্বিকভাবে সংকটজনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, দেশে মানবাধিকার, বাক স্বাধীনতা হরণ, গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপের ঘটনায় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করলেও সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। তাদের ফ্যাসিবাদী আচরণ দিন দিন বেড়েই চলেছে। সরকার দেশকে সার্বিকভাবে একটি সংকটজনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই বিজয়ের স্বপ্ন নিয়ে ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। মঞ্জিল আমাদের জান্নাত। এ মঞ্জিলে মাকসুদে পৌঁছানোর পথে হাত, পা, চোখ হারানো এগুলো সাময়িক প্রতিকূলতা। আমরা এসব প্রতিকূলতা নিয়েই মঞ্জিলে পৌঁছাতে চাই। তিলে তিলে এ সংগঠনকে আপনারাই তৈরি করেছেন। খুলনা মহানগরীর এ ময়দানে আমাদের ভাইয়েরা সিদ্ধান্ত নিয়ে দ্বীনের জন্য শাহাদাৎ বরণ করেছেন। আপনারা ইসলামী আন্দোলনের জীবন্ত সাক্ষী। আপনাদের ত্যাগের কোন মূল্যায়ন দুনিয়াতে সম্ভব নয়। আমি আশা করি, এ সংগঠনকে এগিয়ে নেয়ার জন্য আপনাদের পরামর্শ, দিকনির্দেশনা অব্যাহত থাকবে। বর্তমানে দেশের এই ক্রান্তিকাল ও নাজুক পরিস্থিতিতে জনগণের অধিকার সুনিশ্চিত করতে মূল দায়িত্বশীলদেরকে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের উদ্যোগে জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে গত বৃহস্পতি ও গতকাল জুময়াবার দু’দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ, টি, এম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, খুলনা উত্তর জেলা আমীর মাওলানা ইমরান হোসাইন, খুলনা দক্ষিণ জেলা আমীর মাওলানা গোলাম সরোয়ার, বাগেরহাট জেলার ভারপ্রাপ্ত আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদূদ, সাতক্ষীরা নায়েবে আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খুলনা দক্ষিণ জেলা সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এডভোকেট শাহ আলম, এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, তা’লিমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

শিক্ষা শিবিরে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আরো বলেন, দলনিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের দাবি। আগামী জাতীয় সংসদ নির্বাচন দলনিরপেক্ষ সরকারের অধীনে সম্পন্ন করার লক্ষ্যে দল নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। আর এ আন্দোলনে দল-মত-নির্বিশেষে সবার ভূমিকা থাকা দরকার।

তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনও আওয়ামী মহাজোট সরকারের পছন্দের ও আজ্ঞাবহ। তাদের ভূমিকা অতীতের বিতর্কিত দুই নির্বাচন কমিশনের মতোই হবে বলে জনগণের বিশ্বাস। তাই নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের জন্য জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও যদি এই জাতি আওয়ামী স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারে, তাহলে জাতির ভাগ্য গহীন অন্ধকারে ডুবে যাবে। আর এ সরকার যতই আকর্ষণীয় ওয়াদা দিক না কেন, তাদের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ইতোপূর্বে তারা তা প্রমাণ করেছে।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আমীরে জামায়াত বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সব নাগরিক চরম ভোগান্তিতে আছে। এমন পরিস্থিতিতে জনস্বার্থে ভোজ্যতেলসহ জনগণের দাবি নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করায় পুলিশ জামায়াত নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। জামায়াতের আমীর বলেন, আল্লাহর রাসুল (সা.) অপমান ও আলেম-উলামাদের কোনো অপমান সহ্য করা হবে না।

দায়িত্বশীলদের উদ্দেশে আমীরে জামায়াত বলেন, মানুষের দুঃখ-দুর্দশায় জামায়াত নেতা-কর্মীদের সবার আগে পাশে দাঁড়াতে হবে। সব সময় আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে শহীদদের রেখে যাওয়া পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে।