৬ জুন ২০২২, সোমবার, ৮:২৫

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন এবং নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের স্থান বিএম কনটেইনার ডিপো তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি অগ্নিকান্ডে ও বিস্ফোরণে কন্টেইনার ডিপোর ভয়াবহতা নিজ চোখে প্রত্যক্ষ করেন এবং বিপর্যস্ত পুরো এলাকাটির চারপাশ ঘুরে দেখেন। এরপর তিনি চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আহত ব্যক্তিদের দেখতে ছুটে যান, তিনি সেখানে আহতদের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন, তাদের পরিবার পরিজনকে স্বান্তনা দেন এবং তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন। এসময় তিনি তাদের চিকিৎসা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহজাহান।

অগ্নিকান্ডে বিপর্যস্ত এলাকা পরিদর্শনকালে আমীরে জামায়াত বলেন, মিডিয়ার মাধ্যমে গত রাত থেকে ঘটনাটি প্রত্যক্ষ করছিলাম, কিন্তু এখন নিজ চোখে দেখে বুঝলাম যে এখানে বিশাল ক্ষতি হয়েছে৷ জানি না কত মানুষের জীবন চলে গেছে, কত মানুষ পঙ্গু হয়ে গেছে। যারা নিহত হয়েছেন আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করুন। আর আহতদের জন্য বুক ভরা দোয়া, তারা যেন দ্রুত সুস্থতা লাভ করে, স্বাভাবিক জীবনে ফিরে আসে৷ বিশেষ করে যারা আপনজন হারিয়ে চোখে অন্ধকার দেখছেন আল্লাহ যেন নিজেই তাদের অভিভাবক হয়ে যান, সেসব পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে।

তিনি আরো বলেন, একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে জামায়াতে ইসলামী বিপন্ন মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। স্থানীয় সংগঠন রাত থেকেই কাজ করছে, যতটুকু পারে তারা এই ক্ষতি লাঘব করার জন্য কাজ করবে। তবে বিশাল এই ক্ষয়ক্ষতির পুরো দায়িত্বটি কোনো দল বা সংগঠনের পক্ষে সামাল দেয়া সম্ভব নয়। সরকারকেই এর সব দায়িত্ব নিতে হবে। আমরা হতবাক হয়েছি, সরকার মৃত ব্যক্তিদের জন্য মাত্র দুই লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছে। এটা তো নিহত পরিবারদের প্রতি উপহাস, আমরা এই অনুদানের পরিমাণ ন্যুনতম ১০ লক্ষ টাকা করার দাবী জানাচ্ছি। আর এই ভয়াবহ দুর্ঘটনায় যাদের গাফিলতি আছে, তাদের চিহ্নিত করতে হবে, আগামীতে যেন আর কখনো এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে ডা. শফিকুর রহমান সবশেষে বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন, কাজেই মজলুমদের কষ্ট আমাদের চেয়ে আর কারো বেশী বোঝার কথা না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকবে, অবিরত কাজ করে যাবে ইনশাআল্লাহ।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এস এম লুৎফুর রহমান, উত্তর জেলা অফিস সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, প্রশিক্ষণ সেক্রেটারি আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, সীতাকুণ্ড দক্ষিণ থানা আমীর মুহাম্মদ তাহের ও উত্তর থানা আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরীসহ চট্টগ্রাম মহানগরী ও উত্তর জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাবৃন্দ।