২৯ অক্টোবর ২০২১, শুক্রবার, ৭:২০

ইসলামের বিজয়ের মাধ্যমে মজলুম মানুষ মুক্তি পাবেঃ -ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে' ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, মানুষের বানানো মনগড়া মতবাদের ভিত্তিতে নিজেদের জীবনকে অতিবাহিত করার মধ্যে কোনো মুক্তি নেই। এ জন্যই শপথবদ্ধ হয়ে দ্বীনি কাজ পরিচালনা করাকে আল্লাহ বেশি মর্যাদাবান ও সম্মানিত বলে ঘোষণা করেছেন। ইসলামের বিজয়ের মাধ্যমে মজলুম মানুষ মুক্তি পাবে, ইনশাআল্লাহ। সংখ্যালঘু অমুসলিমদের অধিকারের বিষয়ে বলতে গিয়ে আমিরে জামায়াত বলেন, আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সংখ্যালঘু ইসলামের কাছে আমানত।
তিনি শুক্রবার সকালে ভার্চুয়ালভাবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গ্রাম কমিটি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও চৌদ্দগ্রামের সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। তিনি বলেন, যুবকদেরকেই সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে। দাওয়াতী কাজের মাধ্যমে প্রতিটি গ্রামকে ইসলামি আন্দোলনের ঘাঁটিতে পরিণত করতে হবে। গ্রাম দায়িত্বশীলদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। চৌদ্দগ্রাম উপজেলাকে ইসলামী আন্দোলনের একটি মডেল হিসেবে রূপান্তর করতে হবে।
 
উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা উত্তর শাখা আমীর মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে কুরআনের শিক্ষা পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী আবুল হাসনাত মোঃ আবদুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক আমীর মু. আবদুস সাত্তার, বর্তমান আমীর খন্দকার দেলোয়ার হোসেন, জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ শাহজাহান, সাবেক জেলা কর্মপরিষদ সদস্য ভিপি সাহাব উদ্দিন, মাহবুবুর রহমান, শাহ মোঃ মিজানুর রহমান, আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম, সাবেক জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্ব শাখার সভাপতি শাখাওয়াত হোসেন শামীম।