২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ১১:০১

২৮ অক্টোবরে লগি-বৈঠার তান্ডবের ধারাবাহিকতায় ২০০৭ সালে ১১ জানুয়ারীতে দেশে জরুরী অবস্থা জারী হয়

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর লগি-বৈঠার তা-বে নির্মমভাবে শাহাদাতদের ঘটনার স্মরণে ভার্চ্যুয়াল এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ২৮শে অক্টোবর ঢাকার পল্টনে তদানীন্তন আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেট ছিল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা এবং গণতান্ত্রিক ধারা বিশেষ করে চারদলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরকে বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করা। ২০০৬ সালের ২৮ অক্টোবরে লগিবৈঠার তান্ডবের ধারাবাহিকতায় ২০০৭ সালে ১১ জানুয়ারীতে দেশে জরুরী অবস্থা জারী হয়। জাতীয় নির্বাচন ভন্ডুল হয় এবং দেশ এক অগণতান্ত্রিক শক্তির কবলে পড়ে। সেদিন দেশপ্রেমিক নেতৃবৃন্দকে হত্যা করার মাধ্যমে দেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে মুছে ফেলার ভয়াবহ ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা হয়েছিল। আমাদের নেতা ও কর্মীদের সাহসী ভূমিকা ও শাহাদাত সংগঠনের জন্য এবং দেশ গঠনে হবে আমাদের জন্য সঞ্জিবনী শক্তি।

শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমানের সভাপতিত্বে ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অ,স,ম আব্দুল মালেক এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুল হাকিম, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি মোঃ শাহিন আলম প্রমুখ। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হক।