৭ এপ্রিল ২০২১, বুধবার, ৮:০৬

দৃষ্টি আকর্ষণ ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস বিভাগীয় দায়িত্বশীল মাওলানা আব্দুল হালিম ৭ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“সম্প্রতি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কতিপয় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক ও অন্যান্য) কে বা কাহারা ‘জামায়াত-শিবির নেটওয়ার্ক’, ‘জামায়াত-শিবির সমর্থক গোষ্ঠী’, ‘আমরা জামায়াত-শিবির গ্রুপ’ ইত্যাদি নামের পাশাপাশি জামায়াতে ইসলামীর বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের নামে ফেইসবুক আইডি খুলে অন্যায্য, দৃষ্টিকটু ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন।

আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করছি, এ সমস্ত আইডি বা পোস্টের সাথে আমাদের প্রিয় সংগঠনের কারো ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এ ধরনের চর্চা বন্ধ করার জন্য আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এদেরকে বর্জন করার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাচ্ছি।”