২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৫:৪৯

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের পাশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন, তাদের খোঁজ-খবর নেয়া ও স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গত ১৮ আগস্ট ভালুকা, গফরগাঁও এবং পাগলা উপজেলার তিন পরিবারের সাত জন ব্যক্তি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কায়চান বকসিবাড়ী গ্রামে নিহতদের বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি নিহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহমর্মিতা জ্ঞাপন এবং সান্তনা প্রদান করেন। এসময় তিনি নিহতদের কবর যিয়ারত করেন। স্বজনদের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন এবং নিহত ব্যক্তিবর্গের পরিবারের অভিভাবকদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন। সেক্রেটারি জেনারেল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য ও তাদের পরিবার-পরিজনদের ধৈর্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং উপস্থিত লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।

এসময় সেক্রেটারি জেনারেলের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ময়মনসিংহ জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর জনাব আব্দুল করিম, কিশোরগঞ্জ জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, ময়মনসিংহ জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী, ভালুকা উপজেলা শাখার আমীর ছাইফুল্লাহ পাঠান ফজলু, গফরগাঁও উপজেলা শাখার আমীর জনাব এমদাদুল হক, পাগলা উপজেলা শাখার আমীর ইসমাঈল হোসেনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা-কর্মী এবং নিহতদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।