২৩ ডিসেম্বর ২০১৮, রবিবার, ১২:২৩

ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামীতে প্রায় দুই শতাধিক লোক নিহত ও কমপক্ষে ৭৪৫ জন লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী সুন্দা উপকূলে গত ২২ ডিসেম্বর রাতে সংঘটিত ভয়াবহ সুনামীতে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক লোক নিহত ও কমপক্ষে ৭৪৫ জন লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৩ ডিসেম্বর প্রদত্ত এক শোকবাণী বলেন, “ইন্দোনেশিয়ার সুন্দা উপকূলে ভয়াবহ সুনামিতে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক লোক নিহত ও কমপক্ষে ৭৪৫ জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

আমি আশা করি ইন্দোনেশিয়ার সরকার ও জনগণ জানমালের এ বিরাট ক্ষয়ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সুনামীতে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।”