২১ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ১০:৩৯

বাংলাট্রিবিউনে যে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ

অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিবিউনে আজ ২১ ডিসেম্বর প্রকাশিত একটি রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২১ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাট্রিবিউনের রিপোর্টটিতে জামায়াত সম্পর্কে যা লেখা হয়েছে তার কোন সত্যতা নেই। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিবিউনের রিপোর্টের জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, পাকিস্তানী গোয়েন্দা  সংস্থা আইএসআইয়ের কথিত এজেন্ট শহীদ মেহমুদ বা অন্য কোন কর্মকর্তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন নেতার কোন ধরনের সম্পর্ক নেই। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে সরকারের মদদপুষ্ট অনলাইন নিউজ পোটাল বাংলা ট্রিবিউন জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।

গত ২০ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনসহ আরো দু’একটি পত্রিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালিয়েছে। তার প্রতিবাদ জানিয়ে তিনি গত ২০ ডিসেম্বর একটি বিবৃতি প্রদান করেছেন। অথচ তারা তার প্রতিবাদটি প্রকাশ করে বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতার পরিচয় দিতে পারেননি। বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতার দাবী হলো কারো বিরুদ্ধে কেউ মিথ্যা প্রচারণা চালালে সংশ্লিষ্ট ব্যক্তি তার প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট সংবাদপত্র বা মিডিয়া তা যথাযথভাবে প্রচার করে বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতার নীতির প্রতি শ্রদ্ধা দেখাবেন। কিন্তু উপরে উল্লেখিত সংবাদপত্র ও নিউজ পোর্টাল কর্তৃপক্ষ বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিবিউনের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”