১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৮:৪১

অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ

নির্বাচনকে একটি সাজানো প্রহসনের নির্বাচনের নাটকে পরিণত করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর মাওলানা ইমরান হোসাইনসহ ১৫জন নেতা-কর্মী, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শাখা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম ও কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা শাখা জামায়াতের আমীর জনাব শামসুল ইসলামকে ১৪ ডিসেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ ১৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার ও নির্বাচন কমিশন ভোটারবিহীন একতরফা ব্যালট ডাকাতির নির্বাচনের প্রহসনের নাটক মঞ্চস্থ করার যে ষড়যন্ত্র শুরু করেছে তা বাস্তবায়নের হীন উদ্দেশ্যেই সরকার জামায়াতে ইসলামীর উপরোল্লেখিত নেতাদের অন্যায়ভাবে পুলিশ দিয়ে গেফতার করিয়েছে। আমি খুলনা, ঠাকুরগাঁও জেলাসহ সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জাতীয সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সরকারের গ্রেফতার অভিযান, হামলা, মামলার পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে একটি সাজানো প্রহসনের নির্বাচনের নাটকে পরিণত করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন আদৌ চায়না। সরকারের হামলা, মামলা ও গ্রেফতার অভিযান এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর আহ্বান জাানাচ্ছি।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থেই হামলা, মামলা এবং গ্রেফতার অভিযান বন্ধ করে খুলনা উত্তর সাংগঠনিক জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা ইমরানসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলসেম্ব মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”