১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৮:৩৫

প্রকাশিত সিন্ডিকেটেড রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েই তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে

দৈনিক যুগান্তর পত্রিকাসহ কতিপয় অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টে ২০ দলীয় জোটের ধানের শীষ প্রতীকের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে তথাকথিত জঙ্গি কানেকশন এবং যুদ্ধাপরাধের যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা আঃ হাকিম, চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, খুলনা-৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী জনাব গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আসনের প্রার্থী জনাব শামীম সাঈদী, কক্সবাজার-২ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল জনাব হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকাসহ কতিপয় অনলাইন নিউজ পোর্টালের সিন্ডিকেটেড রিপোর্টে যে সব অভিযোগ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। হয়ত উচ্চ মহল থেকে তৈরি করে দেয়া এই সিন্ডিকেটেড রিপোর্টটি তারা প্রচার করেছেন। আমি এ সিন্ডিকেটেড রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দৈনিক যুগান্তর এবং কতিপয় অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টের অরুচিকর মিথ্যা বক্তব্য একই সূত্রে গাঁথা। এতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের চরিত্র হননের অপচেষ্টা চালানো হয়েছে। সরকারের পক্ষ থেকে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলছে, এগুলো তারই অংশ।

উপরে উল্লেখিত জাতীয় সংসদ সদস্য প্রার্থীগণের মধ্যে ১৯৭১ সালে শামীম সাঈদীর জন্মই হয়নি। আর বাকীরা তখন অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। তাদের বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকাসহ কতিপয় অনলাইন নিউজ পোর্টালের অভিযোগ হাস্যকর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েই তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এভাবে পুরনো ভাংগা রেকর্ড বাজিয়ে দেশের ভোটার জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, উপরে উল্লেখিত জাতীয় সংসদ সদস্য প্রার্থীগণের বিরুদ্ধে তথাকথিত জঙ্গী কানেকশন ও যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। জনগণকে বিভ্রান্ত করার হীন উদ্দেশ্যেই উপরে উল্লেখিত জাতীয় সংসদ সদস্য প্রার্থীগণের বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকাসহ কতিপয় অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টে ভিত্তিহীন অসত্য অপপ্রচার চালানো হয়েছে।

তাই ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক যুগান্তর পত্রিকাসহ সংশ্লিষ্ট অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আশা করি তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন। অন্যথায় আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।”