১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২৯

ড. কামাল হোসেনের গাড়ি বহরে দুর্বৃত্তদের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকার তাদের পেটুয়াবাহিনী দিয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে

জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে তার গাড়ি বহরের উপর সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৪ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে তার গাড়ি বহরের উপর সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার দ্বারা আবারও প্রমাণিত হল যে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সরকারের ছত্রছায়ায় ততই সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাচ্ছে। সরকার তাদের পেটুয়াবাহিনী দিয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের এসব সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

ড. কামাল হোসেনের গাড়ি বহরের উপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”